প্রহরী

পড়তে লাগবে: 3 মিনিট

একজন গাড়ি চালকের যে অভ্যাসগুলো দুর্ঘটনা এড়াতে সাহায্য করে

গাড়ি থাকলে মানুষ প্রায়ই চায় দূরে ভ্রমনে যেতে। মাসে একবার বা কয়েকমাস পরপর একবার ভ্রমণ সবাই করে। ভ্রমণের ক্ষেত্রে কিছু সতর্কতা অবশ্যই অবলম্বন করা উচিৎ। অচেনা বা অপরিচিত জায়গায় গাড়ি চালানোর সময় আগে থেকে কিছু সতর্কতার বিষয় মাথায় রাখতে হবে। যাতে পথে কোন দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পড়তে না হয়।

সীট বেল্টের ব্যবহার

রাস্তাঘাটে সীট বেল্ট ব্যবহার করা এমন একটি জরুরী বিষয় যা একজন চালক কখনোই এড়িয়ে যেতে পারেন না। নিরাপত্তার জন্য সবসময় সীট বেল্ট বেঁধে গাড়ি চালানো উচিৎ। বিশ্বে অন্যান্য দেশে সীট বেল্ট না বেঁধে গাড়ি চালানোর কারনে জরিমানা করা হয়। বাংলাদেশেও এখন এই নিয়ম চালু করা হয়েছে।

ঠিকমত সীট বেল্ট বেঁধে নেয়া।

আবহাওয়া

আবহাওয়া খারাপ থাকলে দুর্ঘটনা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশী। আবহাওয়া দেখে বা আগে থেকে জেনে নিয়ে তারপর ভ্রমণের পরিকল্পনা করলে অনেক দুর্ঘটনা থেকে বাঁচা যায়।

রাস্তার অবস্থা

সবসময় ভ্রমনে যাওয়ার আগে গাড়ি যে রাস্তা দিয়ে যাবে তার অবস্থা বিবেচনায় নিতে হবে। যদি রাস্তায় বেশী ভাঙ্গাচোরা থাকে তাহলে সে রাস্তা দিয়ে গাড়ি নিয়ে না যাওয়াই ভাল। অথবা কোন রাস্তায় যদি কোন সংস্কার কাজ চলে, তাহলে সেই রুট পরিহার করে ভিন্ন রুট ব্যবহার করা উচিৎ।

আগেই ভাঙ্গাচোরা রাস্তা দেখে নিতে হাবে।

হাইওয়েতে সতর্কতা

ছোট রাস্তায় গাড়ি চালানো আর বড় রাস্তায় গাড়ি চালানো এক কথা না। ছোট রাস্তায় গাড়ি চালানো তুলনামূলক সহজ বা খুব বেশী অভিজ্ঞতার প্রয়োজন হয়না। কিন্তু বড় রাস্তায় অবশ্যই গাড়ি চালানোর জন্য ড্রাইভারকে বেশ দক্ষ হওয়া উচিৎ।

গতি নির্ধারণ

গাড়ি কতটুকু গতিতে চলবে তা আগে থেকেই নির্ধারণ করে নিতে হবে  কারণ বেশী গতিতে গাড়ি চালানো যেমন বিপদজনক তেমনি আইনত অপরাধ।

মদ্যপ অবাস্থায় গাড়ি না চালানো

মদ্যপ অবস্থায় কখনোই গাড়ি চালানো উচিৎ না। মদ্যপ অবস্থায় কখনোই গাড়ি চালানো উচিৎ না । ভ্রমণের বড় দুর্ঘটনাগুলো মদ্যপ অবস্থায়ই বেশী ঘটে থাকে।

মদ্যপান করে কখনোই গাড়ি চালানো উচিৎ না।

মোবাইল ফোন দূরে রাখা

গাড়ি চালানোর সময় কখনোই মোবাইল ফোনে কথা বলা বা মেসেজ লেখা উচিৎ না। আপাত দৃষ্টিতে এসব ছোটোখাটো ব্যাপার ঘটাতে পারে জীবন সংশয়।

যানবাহনের পূর্ব পরীক্ষা

সব সময় দূরে ভ্রমণের আগে যানবাহন পরীক্ষা করা এবং নষ্ট পার্টস গুলো পাল্টে তারপর গাড়ি নিয়ে বের হওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ।

যানবাহনের কোন সমস্যা হলে করণীয়

  • যানবাহনের যেকোনো সমস্যায় হ্যাজার্ড লাইটটি অন করে নিতে হবে।
  • কখনোই কোন যানবাহনের সমস্যা নিয়ে ব্যস্ত রাস্তায় ঠিক করার জন্য থেমে পড়া উচিৎ না।
  • যানবাহনের যেকোন সমস্যায় দ্রুত নিরাপদ জায়গায় গাড়ি সরিয়ে নিয়ে যাওয়া উচিৎ ।

পথচারীদের ক্ষেত্রে করণীয়ঃ

  • লাল বাতি যখন জ্বলবে তখন গাড়ি থামানো উচিৎ।
  • রাস্তার সংকেত গুলো বুঝতে হবে ও সে অনুযায়ী গাড়ি চালাতে হবে।
  • গাড়ি এক লেন থেকে অন্য লেনে যাওয়ার সময় অবশ্যই খেয়াল করে দেখতে হবে পাশ থেকে কোন পথচারি আসছে কিনা।
  • মনোযোগ দিয়ে গাড়ি চালাতে হবে।
রাস্তায় চলার সময় ট্রাফিক আইন মানতে হবে।

প্রত্যেক বছর শুধু ভ্রমণ করতে যেয়ে মারা যায় প্রায় হাজার মানুষ। আর এই দুর্ঘটনা যে শুধু গাড়ি চালানোর সময় হয় তা না অনেক সময় একটুঁ অসতর্কতার কারনেও ঘটে। আর বছরে সে হিসাব করলে বোঝা যায় যে কত দুর্ঘটনা ঘটে রাস্তায় ।

    গাড়ির সুরক্ষায় প্রহরী সম্পর্কে জানতে

    Share your vote!


    এই লেখা নিয়ে আপনার অনুভূতি কী?
    • Fascinated
    • Happy
    • Sad
    • Angry
    • Bored
    • Afraid

    মন্তব্যসমূহ

    Scroll to Top