প্রহরী

পড়তে লাগবে: 2 মিনিট

গাড়ি চালানো যাবে মোবাইল ফোন দিয়েই!

অক্টোবর শেষ দিকে দারুণ এক খবর দিয়ে টুইট করেছেন টেসলা ইলেক্ট্রিক কারের সিইও এলন মাস্ক। তার টুইটারে তিনি বলেছেন, টেসলার নতুন সফটওয়্যার সংস্করণের মাধ্যমে টেসলা গাড়ির মালিকরা কিছু কিছু ক্ষেত্রে তাদের মোবাইল ফোনের মাধ্যমেই গাড়ি চালাতে পারবেন!

টেসলা অ্যাপ নিয়ে এলন মাস্কের টুইট।

তিনি বলেছেন,

মোবাইলের লোকেশনকে কেন্দ্র করেই আপনার টেসলা কার চলবে, এবং গাড়িকে আপনি আপনার পোষা প্রাণীর মতই ব্যবহার করতে পারবেন। আপনি যেদিকে যাবেন বা যেতে চাইবেন সেদিকেই আপনার গাড়িটি চলে যাবে যদি আপনি টেসলা অ্যাপ এর সামন বাটন চেপে ধরে থাকেন।

তিনি আরো বলেন,

আপনি চাইলে আপনি আপনার টেসলা গাড়িকে বড় আরসি (রেডিও কন্ট্রল্ড)গাড়ির মতই দূর থেকেও চালাতে পারবেন। তবে এক্ষেত্রে গাড়িকে একটি নির্দিষ্ট দৃষ্টিসীমার মধ্যে রেখেই চালাতে হবে।

এর সাথে এলন মাস্ক গাড়ির অটো-পার্ক ফিচার সম্পর্কেও একটি আপডেট দিয়েছেন। অটো-পার্ক ফিচারের মাধ্যমে ড্রাইভার ছাড়াই বা ড্রাইভারের পুরোপুরি সহায়তা ছাড়াই গাড়িকে পার্কিং এরিয়াতে পার্ক করা যাবে।

টেসলা অ্যাপ এই নতুন সংস্করণ ছয় মাসের মধ্যেই অনলাইনে আসতে যাচ্ছে বলে জানিয়েছেন এলন মাস্ক। এই সংস্করনের মাধ্যমে ড্রাইভারের সাহায্য ছাড়া পার্কিং লট খুঁজে পাওয়া যাবে এবং গাড়ি-পার্কিং করার জায়গা নির্বাচন করা যাবে। বর্তমানে এই অ্যাপ এর মাধ্যমে গাড়ি চালকরা গাড়ি-পার্কিং এর জন্য সম্ভাব্য পার্কিং স্পেস খুঁজে নিয়ে গাড়িটি পার্ক করতে পারেন। তবে নতুন সংস্করণে পার্কিং খুঁজে পার্ক করার কাজটিও করা যাবে মোবাইলের মাধ্যমেই।

টেসলা অটো পাইলট মুডে টেস্ট ড্রাইভে ইয়াহুর ফাইনান্স কলামিস্ট ডেভিড এর টুইট

এছাড়াও নতুন অটোপাইলট ফিচারের ব্যাপারেও কথা বলেছেন এলন মাস্ক। নেভিগেট ইন অটো পাইলট ফিচারের মাধ্যমে গাড়ি লেন পরিবর্তন, হাইওয়ে ট্রাঞ্জিশন এবং এক্সিট করতে পারে একা একাই তবে ড্রাইভারের নজরদারিতে। অটোপাইলট গাড়িকে তার চারপাশের পরিবেশের অবস্থা বুঝে একটি লেনে চলতে সাহায্য করে। এর সাথে সাথে গাড়ির স্পীড ভায়োলেশন করা থেকে মুক্ত রাখে।

অর্থাৎ দিন যতই যাচ্ছে প্রযুক্তির বদৌলতে সবকিছুই স্মার্টফোন কেন্দ্রিক হয়ে উঠছে। আপনার গাড়ির সকল খোঁজ খবরাখবরও এখন মোবাইলেই পাওয়া সম্ভব যদি আপনার গাড়িতে একটি প্রহরী ভেইকেল ট্র্যাকিং ডিভাইস যুক্ত থাকে।

প্রহরী অ্যাপ দিয়ে যখন তখন গাড়ি ট্র্যাক করা যায়!

গাড়ি কখন কোথায় আছে, কত গতিতে চলছে, এসি অন/অফ কখন হচ্ছে, এমনকি প্রহরীর মাধ্যমে দূর থেকে গাড়ির ইঞ্জিনও বন্ধ করে দেয়া সম্ভব। ফলে গাড়ি চুরি গেলেও সেটিকে উদ্ধার করা যাবে। আপনি স্মার্ট, আপনার গাড়িটি স্মার্ট তো? গাড়িকে আরো স্মার্ট করতে গাড়িতে ব্যবহার করুন প্রহরী ভেইকেল ট্র্যাকার!

    গাড়ির সুরক্ষায় প্রহরী সম্পর্কে জানতে

    Share your vote!


    এই লেখা নিয়ে আপনার অনুভূতি কী?
    • Fascinated
    • Happy
    • Sad
    • Angry
    • Bored
    • Afraid

    মন্তব্যসমূহ

    Scroll to Top