প্রহরী

বাংলাদেশে গাড়ির আয়কর হার
পড়তে লাগবে: 6 মিনিট

বিভিন্ন গাড়ির আয়কর হার

মোটরযান বলতে কি বোঝায়?

সাধারণ ভাষায় মোটরযান বলতে ইঞ্জিন চালিত অনেক আয়কর আইনে ধারা ১৫৩ (৮) এ মোটর যান বলতে কি ধরনের যানবাহনকে বোঝায় তা বলা হয়েছে। এখানে “মোটরযান” অর্থে জিপ ও মাইক্রোবাস অন্তর্ভুক্ত হবে। তবে বাণিজ্যিক ভাবে পরিচালিত মোটরযান অর্থ্যাৎ বাস, মিনিকোস্টার, পিকআপ ভ্যান, প্রাইম মুভার, ট্রাক, ট্যাক্সিক্যাব; ইহার অন্তর্ভুক্ত হবে না। আমাদের এই আর্টিকেলে গাড়ির আয়কর হার সম্পর্কে আলোচনা করা হয়েছে, চলুন জেনে নেই এই বিষয়ে।

গাড়ির মালিকানা জনিত অগ্রিম কর

(ক) মোটর গাড়ীর মালিকানা জনিত অনুমিত আয়ের উপর অগ্রিম কর (৬৮বি) অর্থ আইন, ২০১৬ এর মাধ্যমে আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ তে একটি নতুন ধারা 68B সন্নিবেশ করা হয়েছে। নতুন ধারাটিতে প্রাইভেট মোটর গাড়ি (motor car) এর মালিকানাজনিত অনুমিত আয় (যা দ্বারা উক্ত মোটর গাড়ী পরিচালনা ও রক্ষনাবেক্ষনজনিত ব্যয় নির্বাহ হয়) এর উপর অগ্রিম কর আরোপের বিধান সন্নিবেশ করা হয়েছে।

এ বিধান প্রবর্তনের ফলশ্রুতিতে মোটর কার, জীপ ও মাইক্রোবাসের মালিকানাজনিত অনুমিত আয় সংক্রান্ত এস, আর, ও নং ৯৯-আইন/২০১৫, তারিখ ১৭ মে, ২০১৫ খ্রিস্টাব্দ রহিত করা হয়েছে। ধারা 68B এর উপধারা (1) এর বিধানমতে, কোন আয় বছরে কোন ব্যক্তি মোটর গাড়ি (জীপ বা মাইক্রোবাসসহ) এর মালিক হলে ঐ ব্যক্তির ক্ষেত্রে উক্ত আয় বছরে অনুমিত আয় ধরে উপধারা (2) এ বর্ণিত হারে অগ্রিম কর আদায়যোগ্য হবে। উপধারা (2) অনুযায়ী অগ্রীম করের হার হবে নিম্নরূপঃ

  • ১৫০০ সিসি পর্যন্ত প্রতিটি মোটরকার বা জীপ এর জন্য প্রদেয় আয়করের হার ১৫,০০০ টাকা
  • ২০০০ সিসি পর্যন্ত প্রতিটি মোটরকার বা জীপ এর জন্য প্রদেয় আয়করের হার ৩০,০০০ টাকা
  • ২৫০০ সিসির উপরে প্রতিটি মোটরকার বা জীপ এর জন্য প্রদেয় আয়করের হার ৫০,০০০ টাকা
  • ৩০০০ সিসি পর্যন্ত প্রতিটি মোটরকার বা জীপ এর জন্য প্রদেয় আয়করের হার ৭৫,০০০ টাকা
  • ৩৫০০ সিসির উপরে প্রতিটি মোটরকার বা জীপ এর জন্য প্রদেয় আয়করের হার ১,০০,০০০ টাকা
  • ৩৫০০ সিসির উপরে প্রতিটি মোটরকার বা জীপ এর জন্য প্রদেয় আয়করের হার ১,২৫,০০০ টাকা
  • মাইক্রোবাস প্রতিটির জন্য প্রদেয় আয়করের হার ২০,০০০ টাকা

যাদের অগ্রিম কর প্রযোজ্য হবে

কোন ব্যক্তির একক বা যৌথ মালিকানায় একের অধিক মোটর কার (জীপ বা মাইক্রোবাসসহ) থাকলে, পরবর্তী প্রতিটির ক্ষেত্রে উপর্যুক্ত হার অপেক্ষা ৫০% বেশি হারে অগ্রিম কর প্রদেয় হবে।

মোটর কার, জীপ বা মাইক্রোবাসের রেজিস্ট্রেশনের সময় অথবা ফিটনেস নবায়নের তারিখ উত্তীর্ন হওয়ার পূর্বে উক্ত অগ্রীম কর প্রদান করতে হবে। রেজিস্ট্রেশন বা ফিটনেস সনদ প্রদানকারী কর্তৃপক্ষ সনদ প্রদানের পূর্বে নিশ্চিত হবেন যে সংশ্লিষ্ট মোটর কার, জীপ বা মাইক্রোবাসের ক্ষেত্রেও উক্ত ধারায় বর্ণিত হারে অগ্রীম কর পরিশোধ করা হয়েছে।

যেক্ষেত্রে প্রতিবছর ফিটনেস নবায়ন হয়না সে ক্ষেত্রে করদাতার প্রত্যেক আয় বছর শেষ হওয়ার পূর্বে উক্ত অগ্রীম কর প্রদান করতে হবে এবং কর পরিশোধের প্রমাণ পরবর্তী ফিটনেস নবায়নের সময় তা ফিটনেস সনদ প্রদানকারী কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করতে হবে।

যাদের অগ্রীম কর প্রযোজ্য হবে না

মোটর কার, জীপ বা মাইক্রোবাসের নিম্নবর্ণিত মালিকের ক্ষেত্রে উক্ত ধারায় উল্লিখিত অগ্রীম কর প্রযোজ্য হবে নাঃ

  • সরকার বা স্থানীয় সরকার।
  • সরকার বা স্থানীয় সরকারের কোন প্রকল্প, কর্মসূচী বা কার্যক্রম।
  • কোন বিদেশী কূটনীতিক, বাংলাদেশে অবস্থিত কোন বিদেশী কূটনৈতিক মিশন, জাতিসংঘ ও এর অংগসংঠন দপ্তর।
  • বাংলাদেশের কোন বিদেশী উন্নয়ন সহযোগী ও তার সংযুক্ত দপ্তর।
  • সরকারের Monthly Payment Order (MPO) এর অধীনে সুবিধাপ্রাপ্ত কোন শিক্ষা প্রতিষ্ঠান।
  • কোন পাবলিক বিশ্ববিদ্যালয়।
  • এমন কোন সত্তা (entity) যা আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ধারা 2 এর ক্লজ (46) অনুযায়ী ব্যক্তি (person) এর সংজ্ঞাভুক্ত নয়।
  • কোন গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা।
  • এমন কোন প্রতিষ্ঠান (institution) যার নিকট হতে এ ধারায় অগ্রীম কর আদায় হবে না মর্মে বোর্ড কর্তৃক সনদ প্রদান করা হয়েছে।

উপধারা (2) এর অধীনে অগ্রীম কর প্রযোজ্য- এমন ব্যক্তির কোন আয় বছরে নিয়মিত উৎসের আয়ের উপর প্রযোজ্য করদায় যদি উপধারা (2) এর অধীনে প্রদত্ত অগ্রীম কর অপেক্ষা কম হয় তাহলে ধরে নেয়া হবে যে ঐ ব্যক্তির উক্ত আয় বছরে এরূপ আয় ছিল যার উপর গণনাকৃত করদায় উপধারা (2) এর অধীনে আদায়কৃত করের সমান।

উপধারা (2) এর অধীনে পরিশোধকৃত কর নিয়মিত উৎসের আয়ের উপর প্রযোজ্য করের বিপরীতে ক্রেডিট পাওয়া যাবে। তবে উক্ত করের কোন অংশ ফেরৎযোগ্য হবে না বা এরূপ কর পূর্ববর্তী কোন বছরের করদাবীর বীপরীতে সমন্বয় করা যাবে না।
ধারা 68B তে-

মোটরগাড়ি (motor car) বলতে বুঝাবে Motor Vehicles Ordinance 1983 (Lv of 1983) এর ধারা 2 এর ক্লজ (25) অনুযায়ী সংজ্ঞায়িত মোটর গাড়ি, যার মধ্যে জীপ এবং মাইক্রেবাসও অন্তর্ভুক্ত হবে।

(২) নিয়মিত উৎসের আয় (income from regular source) বলতে ধারা 82C এর উপধারা (2) এ উল্লিখিত উৎস ব্যতিত অন্য কোন উৎসের আয়কে বুঝাবে।

কিছু প্রশ্ন এবং জিজ্ঞাসা

প্রশ্ন: আমার সাধারণ আয়ের উৎসের উপর আয়কর ২৫,০০০/- টাকা আসে। সংশ্লিষ্ট আয় বছরে আমি বেতন খাতে ১৮,০০০/- টাকা উৎস কর প্রদান করেছি এবং আমার ১৪৯০ সিসির মোটর গাড়ির ফিটনেস নবায়নের জন্য ১৫,০০০/- টাকা অগ্রীম কর প্রদান করেছিলাম। এখন আমার অতিরিক্ত পরিশোধিত করের ৮,০০০/- টাকা কি ফেরতযোগ্য হবে?

উত্তর: আপনার নিয়মিত উৎসের বিপরীতে উৎস কর এবং ১৪৯০ সিসি মোটর গাড়ির ফিটনেস নবায়নের সময় প্রদত্ত অগ্রীম করের সমষ্টি (১৮,০০০ + ১৫,০০০) = ৩৩,০০০/- টাকা। আপনার নিয়মিত উৎসের আয়ের উপর আয়কর মোটর গাড়ির ফিটনেস নবায়নের সময় প্রদত্ত অগ্রিম কর অপেক্ষা বেশি। ফলে নিয়মিত উৎসের আয়ের উপর প্রযোজ্য আয়কর ২৫,০০০/- টাকা হবে আপনার করদায়। এক্ষেত্রে ২৫,০০০/- টাকার অতিরিক্ত অংক অর্থাৎ ৮,০০০/- ফেরৎযোগ্য হবে।

প্রশ্ন: আমার নিয়মিত উৎসের আয়ের উপর আয়কর ৫,০০০ টাকা। সংশ্লিষ্ট আয় বছরে আমি বেতন খাতে ৩,০০০/- টাকা উৎস কর এবং আমার ১৪৯০ সিসির মোটর গাড়ির ফিটনেস নবায়নের সময় ১৫,০০০/- অগ্রীম কর প্রদান করেছি। আমার অতিরিক্ত পরিশোধিত ১৩,০০০/- টাকা কি ফেরতযোগ্য হবে?

উত্তর: আপনার নিয়মিত উৎসের বিপরীতে উৎস কর এবং মোটর গাড়ির ফিটনেস নবায়নের সময় প্রদত্ত অগ্রীম করের সমষ্টি (৩,০০০ + ১৫,০০০) =১৮,০০০/-টাকা। ১৪৯০ সিসিি মোটর গাড়ির মালিক হওয়ায় নিয়মিত উৎসের আয় (অনুমিত আয়সহ) এর উপর আপনার ন্যূনতম করদায় হবে ১৫,০০০/- টাকা। এক্ষেত্রে ১৫,০০০/- টাকার অতিরিক্ত অংক অর্থাৎ ৩,০০০/- টাকা ফেরতযোগ্য হবে।

প্রশ্ন: আমার নিয়মিত উৎসের কোন আয় নেই। সংশ্লিষ্ট আয় বছরে আমি ১৪৯০ সিসি মোটর গাড়ির ফিটনেস নবায়নের সময় ১৫,০০০/- টাকা অগ্রীম কর প্রদান করেছি। আমার পরিশোধিত ১৫,০০০/- টাকা কি ফেরতযোগ্য বা সমন্বয়যোগ্য হবে?

উত্তর: আপনার পরিশোধিত ১৫,০০০/- টাকা ফেরতযোগ্য বা সমন্বয়যোগ্য হবে না।

প্রশ্ন: সংশ্লিষ্ট আয় বছরে আমি প্রসাধনী সামগ্রী আমদানী বাবদ ১৮,০০০/- উৎস কর আবং আমার ১৪৯০ সিসি মোটর গাড়ির ফিটনেস নবায়নের সময় ১৫,০০০/- টাকা অগ্রীম কর প্রদান করেছি। আমার আমদানী ব্যবসায়ের আয়ের উপর করদায় ১৮,০০০/- টাকা। আমার অতিরিক্ত পরিশোধিত ১৫,০০০/- টাকা কি ফেরতযোগ্য বা হবে?

উত্তর: আপনার আমদানী ব্যবসায়ের আয়ের উপর পরিশোধিতআয়কর ধারা 82C অনূযায়ী ন্যূনতম কর; তা ফেরতযোগ্য নয় বা সমন্বয়যোগ্য নয়। আপনার নিয়মিত উৎসের আয় না থাকায় মোটর গাড়ির ফিটনেস নবায়নের সময় প্রদত্ত অগ্রীম কর ফেরতযোগ্য হবে না।

ধারা 68B এর বিধান ১ জুলাই ২০১৬ থেকে কার্যকর হবে। ২০১৬-১৭ কর বছরের করদায় পরিগণনা ও কর ক্রেডিট প্রদানের ক্ষেত্রে এস, আর, ও নং ৯৯-আইন/২০১৫, তারিখ ১৭ মে, ২০১৫ ক্রিস্টাব্দ এর আওতায় পরিশোধিত কর ধারা 68B এর উপধারা (2) এর পরিশোধিত হয়েছে বলে গণ্য হবে।

খ. ভাড়ায় চালিত সড়ক যানবাহনের আয়করের হার

এস, আর, ও ১৬০-আইন/আয়কর/২০১৪ তারিখঃ ২৬ জুন, ২০১৪ অনুযায়ী বাস, মিনিবাস, কোস্টার, ট্যাক্সি ক্যাব, প্রাইমমুভার, ট্রাক, ট্যাংকলরী, পিক-আপ, হিউম্যান হলার, ম্যাক্সি বা মাল বহনকারী অটোরিক্সা এর মালিককে নিম্নবর্ণিত হারে আয়কর প্রদান করতে হবেঃ

(অ) রেজিষ্ট্রেশন এর তারিখ থেকে দশ বছর অতিক্রান্ত হয়নি এমন যানবাহন এর ক্ষেত্রেঃ

 

  • ৫২ সিটের অধিক আসন বিশিষ্ট বাসে অনুমিত আয়করের হার ১২,৫০০ টাকা
  • ৫২ সিট বা উহার কম আসন বিশিষ্ট বাস  অনুমিত আয়করের হার ৯,০০০ টাকা
  • অ. তাপানুকূল লাক্সারী বাস প্রতিটির জন্য অনুমিত আয়করের হার ৩০,০০০ টাকা
  • আ. দোতলা বাস প্রতিটির জন্য অনুমিত আয়করের হার ১২,৫০০ টাকা
  • তাপানুকূল মিনিবাস/কোস্টার প্রতিটির জন্য অনুমিত আয়করের হার ১২,৫০০ টাকা
  • অন্যান্য মিনিবাস ও কোস্টার প্রতিটির জন্য অনুমিত আয়করের হার ৫,০০০ টাকা
  • কনটেইনার পরিবহনে ব্যবহৃত প্রাইমমুভার প্রতিটির জন্য অনুমিত আয়করের হার ১৯,০০০ টাকা
  • পাঁচ টনের অধিক ধারণ ক্ষমতা সম্পন্ন ট্রাক বা ট্যাংক-লরি প্রতিটির জন্য অনুমিত আয়করের হার ১২,৫০০ টাকা
  • দেড় টনের বেশী কিন্তু পাঁচ টনের বেশী নহে এইরূপ ধারণ ক্ষমতাসম্পন্ন ট্রাক বা ট্যাংক-লরী প্রতিটির জন্য অনুমিত আয়করের হার ৭,৫০০ টাকা
  • দেড় টন বা উহার কম ধারণ ক্ষমতা সম্পন্ন ট্রাক, পিক-আপ, সকল ধরণের হিউম্যান হলার, ম্যাক্সি বা মাল বহনকারী বা যাত্রী বহনকারী অটোরিক্সা প্রতিটির জন্য অনুমিত আয়করের হার ৩,০০০ টাকা
  • শীতাতপ নিয়ন্ত্রিত প্রতিটি ট্যাক্সিক্যাবের জন্য অনুমিত আয়করের হার ৯,০০০ টাকা
  • শীতাতপ নিয়ন্ত্রিত নয় এইরূপ প্রতিটি ট্যাক্সিক্যাবের জন্য অনুমিত আয়করের হার ৩,০০০ টাকা

(আ) রেজিষ্ট্রেশন এর তারিখ থেকে দশ বছর অতিক্রান্ত হয়েছে এমন যানবাহন এর ক্ষেত্রেঃ

 

  • ৫২ সিটের অধিক আসন বিশিষ্ট বাসের অনুমিত আয়করের হার ৬,৫০০ টাকা
  • ৫২ সিট বা উহার কম আসন বিশিষ্ট বাসের অনুমিত আয়করের হার ৪,৫০০ টাকা
  • অ. তাপানুকূল লাক্সারী বাস প্রতিটির জন্য অনুমিত আয়করের হার ১৫,০০০ টাকা
  • আ. দোতলা বাস প্রতিটির জন্য অনুমিত আয়করের হার ৬,৫০০ টাকা
  • তাপানুকূল মিনিবাস/কোস্টার প্রতিটির জন্য আয়করের হার ৯,০০০ টাকা
  • অন্যান্য মিনিবাস ও কোস্টার প্রতিটির জন্য আয়করের হার ২,৫০০ টাকা
  • কনটেইনার পরিবহনে ব্যবহৃত প্রাইমমুভার প্রতিটির জন্য আয়করের হার ১০,০০০ টাকা
  • পাঁচ টনের অধিক ধারণ ক্ষমতা সম্পন্ন ট্রাক বা ট্যাংক-লরি প্রতিটির জন্য আয়করের হার ৭,৫০০ টাকা
  • দেড় টনের বেশী কিন্তু পাঁচ টনের বেশী নহে এইরূপ ধারণ ক্ষমতাসম্পন্ন ট্রাক বা ট্যাংক-লরী প্রতিটির জন্য আয়করের হার ৪,৫০০ টাকা
  • দেড় টন বা উহার কম ধারণ ক্ষমতা সম্পন্ন ট্রাক, পিক-আপ, সকল ধরণের হিউম্যান হলার, ম্যাক্সি বা মাল বহনকারী বা যাত্রী বহনকারী অটোরিক্সা প্রতিটির জন্য আয়করের হার ২,৫০০ টাকা
  • শীতাতপ নিয়ন্ত্রিত প্রতিটি ট্যাক্সিক্যাবের জন্য আয়করের হার ৪,৫০০ টাকা
  • শীতাতপ নিয়ন্ত্রিত নয় এইরূপ প্রতিটি ট্যাক্সিক্যাবের জন্য আয়করের হার ১,৫০০ টাকা

(i) রেজিষ্ট্রেশন এর তারিখ থেকে দশ বছর অতিক্রান্ত হয়নি এমন যানবাহন এর ক্ষেত্রেঃ

 

  • অভ্যন্তরীণ নৌ-পথে যাত্রী পরিবহনে নিয়োজিত নৌযানের ক্ষেত্রে, দিবাকালীন যাত্রী পরিবহন এর ক্ষমতার ভিত্তিতে যাত্রী প্রতি করের হার ১০০ টাকা
  • অভ্যন্তরীণ নৌ-পথে মালামাল পরিবহনে নিয়োজিত কার্গো, কোস্টার ও ডাম্পবার্জ হইতে নিয়োজিত নৌযানের ক্ষেত্রে, এর ক্ষমতার ভিত্তিতে গ্রস প্রতিটন করের হার ১৩৫ টাকা
  • অভ্যন্তরীণ নৌ-পথে মালামাল পরিবহনে নিয়োজিত ডাম্পবার্জ ক্ষেত্রে, এর ক্ষমতার ভিত্তিতে গ্রস প্রতিটন করের হার ১০০ টাকা

(ii) রেজিষ্ট্রেশন এর তারিখ থেকে দশ বছর অতিক্রান্ত হলে

 

  • অভ্যন্তরীণ নৌ-পথে যাত্রী পরিবহনে নিয়োজিত নৌযানের ক্ষেত্রে, দিবাকালীন যাত্রী পরিবহন এর ক্ষমতার ভিত্তিতে যাত্রী প্রতি করের হার ৪০ টাকা
  • অভ্যন্তরীণ নৌ-পথে মালামাল পরিবহনে নিয়োজিত কার্গো, কোস্টার ও ডাম্পবার্জ হইতে নিয়োজিত নৌযানের ক্ষেত্রে, এর ক্ষমতার ভিত্তিতে গ্রস প্রতিটন করের হার ৬০ টাকা
  • অভ্যন্তরীণ নৌ-পথে মালামাল পরিবহনে নিয়োজিত ডাম্পবার্জ ক্ষেত্রে, এর ক্ষমতার ভিত্তিতে গ্রস প্রতিটন করের হার ৫০ টাকা

এই ছিল গাড়ির আয়কর হার সম্পর্কে আলোচনা, গাড়ির ট্যাক্স টোকেন সংগ্রহ ও নবায়ন পদ্ধতি নিয়েও একটি ব্লগ পোস্ট আছে এই লিংক ভিজিট করে পড়তে পারেন।

    গাড়ির সুরক্ষায় প্রহরী সম্পর্কে জানতে

    Share your vote!


    এই লেখা নিয়ে আপনার অনুভূতি কী?
    • Fascinated
    • Happy
    • Sad
    • Angry
    • Bored
    • Afraid

    মন্তব্যসমূহ

    Scroll to Top