আধুনিক প্রযুক্তির অন্যতম সংযোজন হল ভেহিক্যাল ট্র্যাকার সার্ভিস (VTS)। ভিটিএস সাধারণত জিপিএস অথবা গ্লোনাস প্রযুক্তি ব্যবহার করে গাড়ির অবস্থান বের করে। এছাড়াও আরও কিছু প্রযুক্তিও ব্যবহার করা হয়ে থাকে। এক্ষেত্রে কারের তথ্য ইলেক্ট্রনিক ম্যাপে দেখা যায় ইন্টারনেটের মাধ্যমে। যানবাহন ট্র্যাক করার পাশাপাশি এই প্রযুক্তির মাধ্যমে যানবাহনের গতি নিয়ন্ত্রণ, ফুয়েলের বর্তমান অবস্থা ইত্যাদি সম্পর্কেও জানা যায়। এছাড়াও এই ডিভাইস এক স্থান থেকে অন্য স্থানের দূরত্ব নিরূপণ, ট্রিপ রিপোর্ট এবং ওভারস্পিড রিপোর্টও দিতে পারে। এই সেবার ব্যবহারকারীরা ওয়েবসাইট, মোবাইল এসএমএস এবং নির্দিষ্ট কল সেন্টারের মাধ্যমে গ্রাহক সুবিধাগুলো পেয়ে থাকেন। আমাদের দেশে বেশ কিছু প্রতিষ্ঠান VTS সার্ভিস দিয়ে থাকেন। তো তাদের মধ্যে থেকে সেরা ভেহিক্যাল ট্র্যাকিং সার্ভিস প্রতিষ্ঠানগুলো সম্পর্কে জানতে পড়ুন আজকের ব্লগ।
দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রহরী ভিটিএস…
“প্রহরী” সম্পূর্ণ দেশীয় গবেষণায় তৈরি বাংলাদেশের প্রথম এবং একমাত্র ভেহিক্যাল ট্র্যাকার সার্ভিস। এই ভিটিএসের অন্যতম বৈশিষ্ট্যগুলো হচ্ছেঃ লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে খুব সহজেই গাড়ির অবস্থান নির্ণয় করতে পারে। গাড়িতে ফুয়েল কতটুকু খরচ হয়েছে অথবা কতটুকু অবশিষ্ট আছে তা ফুয়েল মনিটরিং সিস্টেমের মাধ্যমে জানায়। এমনকি গাড়ি কোন দিন কত কিলোমিটার পথ ভ্রমণ করেছে, তাও মাইলেজ রিপোর্টের মাধ্যমে জানতে পারা যায়। কিংবা প্যানিক বাটনের মাধ্যমে ড্রাইভার বিপদে পড়লে তা জানা যাবে। এছাড়াও এসি ব্যবহার সংক্রান্ত সব ধরণের তথ্য এবং ইঞ্জিন অন বা অফের নোটিফিকেশন ইত্যাদি সকল তথ্য মোবাইলের মাধ্যমে জানতে পারবেন। এছাড়াও এতে আছে একাধিক গাড়ি ট্র্যাকিং করার সুবিধাসহ আরও বিশের অধিক সুযোগ-সুবিধা। প্রহরীর একটি দারুণ তথ্য সংবলিত ওয়েবসাইট আছে, যা আপনি যেকোনো সময় ভিজিট করতে পারবেন। প্রহরী ভিটিএসের ফ্রি ডেমো দেখুন (vts.prohori.com) এবং যেকোনো প্রয়োজনে কল করতে পারেন-01708166166 এই নম্বরে। গাড়ির সঠিক সুরক্ষা আর পূর্ণ নিরাপত্তার প্রতিশ্রুতি নিয়ে প্রহরী আছে সবসময় আপনার পাশে। শখের গাড়ি সুরক্ষায় কেন জিপিএস ট্র্যাকারের সার্ভিস চার্জ দিতে হয় তা সম্পর্কে।
ফাইন্ডার ভিটিএস…
মূলত ২০০৯ সাল থেকে মনিকো লিমিটেড ফাইন্ডার জিপিএস প্রযুক্তি নিয়ে কাজ করেছে। ফাইন্ডার ভেহিক্যাল ট্র্যাকিং সংক্রান্ত সব ধরনের সেবা দিয়ে থাকে। তার মধ্যে আছে অ্যান্টি থেফট ইউটিলিটি, ট্র্যাকিং সিস্টেম, রুট বাছাইকরণ, স্পিড রিপোর্ট প্রভৃতি। ডিভাইসটি আপনারা কার, মোটর সাইকেল, মাইক্রোবাস, বাস, ট্রাক এবং সিএনজিতে ব্যবহার করতে পারবেন। এই ডিভাইসের মাধ্যমে আপনি কম্পিউটার বা মোবাইল ফোনের মাধ্যমে গাড়ির অবস্থান, গতি, সারাদিনের গতিপথ জানতে পারবেন। এছাড়াও অ্যাপটির মাধ্যমে আরও জানা যাবে-ট্র্যাকিংয়ের মাধ্যমে গাড়ির অবস্থানের ঠিকানা, গতি ও দিক প্রদর্শন ইত্যাদি।
গ্রামীণফোন ভিটিএস…
জিপির ভিটিএসের জন্য একটি ট্র্যাকিং ডিভাইস আপনার গাড়িতে যুক্ত করতে হবে। গ্রামীণফোন ভিটিএস কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন। এদের মোট তিনটি প্যাকেজ আছে, আর তা হল-ইকোনমি ভিটিএস, লাইট ভিটিএস এবং ষ্ট্যাণ্ডার্ড ভিটিএস। এই ভিটিএসের অন্যতম বৈশিষ্ট্যগুলো হলঃ এতে গতি পর্যালোচনা রিপোর্ট, মনিটরিং সুবিধা, একাধিক গাড়ি ট্র্যাকিং করার সুবিধা ইত্যাদি রয়েছে। এছাড়াও গাড়ির লোকেশনসহ ইত্যাদি বিষয়গুলো জানতে পারবেন মোবাইল অ্যাপ, (Android & IOS), ওয়েব এবং এসএমএস ব্যবহার করে।
রবি ট্র্যাকার…
রবি ট্র্যাকার জিপিএস প্রযুক্তি ব্যবহার করে গাড়ির অবস্থান সম্পর্কিত বিস্তারিত তথ্য গ্রহণ করে এবং তা গুগল ম্যাপে স্থাপন করে। মোবাইল সিমভিত্তিক জিপিআরএস প্রযুক্তির মাধ্যমে এই তথ্য পরবর্তীতে গ্রাহকের ব্যক্তিগত কম্পিউটার ও মুঠোফোনের পর্দায় উপস্থাপন করা হয়। রবি ট্র্যাকারের অন্যতম বৈশিষ্ট্যগুলো হচ্ছেঃ গাড়ির অবস্থান জানা যাবে, গাড়ির স্পিড বেশি হলে জানিয়ে দিবে, কোনভাবে পাওয়ার ডিসকানেক্ট হলে জানিয়ে দিবে, জরুরী অবস্থায় গাড়ির ইঞ্জিন এসএমএস, ওয়েব পোর্টাল বা অ্যাপ ব্যবহার করে বন্ধ করা যাবে ইত্যাদি।
এনআইটি সার্ভিস প্রাইভেট লিমিটেড…
পরিবহন ব্যবসা প্রতিষ্ঠান নিটল-নিলয় গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান এটি। এনআইটি সার্ভিস প্রাইভেট লিমিটেডের অন্যতম বৈশিষ্ট্যগুলো হচ্ছেঃ এটি গুগল ম্যাপ ব্যবহার করে গাড়ির সঠিক অবস্থান কম্পিউটারে দেখায় এবং মোবাইল ম্যাসেজের মাধ্যমে গাড়ির ইঞ্জিন বন্ধ করে দিতে পারে। এছাড়াও লাইভ ট্র্যাকিং, ব্যাকআপ ব্যাটারি সুবিধা, চলাচলের গতিসীমা, পূর্ব নির্ধারিত অবস্থানে পৌঁছানো ইত্যাদি সুবিধা দিয়ে থাকে।