প্রহরী

সেরা ২০ টি বৈদ্যুতিক গাড়ি top 20 electric cars
পড়তে লাগবে: 7 মিনিট

সেরা ২০ টি বৈদ্যুতিক গাড়ি!

পৃথিবী ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে, বৈদ্যুতিক গাড়ি জায়গা করে নিচ্ছে পেট্রোল ও ডিজেল চালিত গাড়ির স্থলে। এই গাড়ির বিক্রি ডিজেলচালিত গাড়িকেও ছাড়িয়ে যাচ্ছে। কারণ বৈদ্যুতিক বা ইলেক্ট্রিক গাড়িগুলো জ্বালানি সাশ্রয়ী। ধীরে ধীরে জনপ্রিয়তা বাড়ায় গাড়ি উৎপাদন প্রতিষ্ঠানগুলো ইলেক্ট্রিক গাড়ির উৎপাদন বাড়াচ্ছে। ২০২৪ সালে বাজারে আগের চেয়ে অনেক বেশি ইভি রয়েছে – প্রতিদিনই সর্বশেষ নতুন মডেল লঞ্চের খবর আসছে। এছাড়াও অসংখ্য নতুন ব্র্যান্ড আসছে, বিশেষ করে চীন থেকে। এর মধ্যে আছে ইলেক্ট্রিক SUV থেকে শুরু করে সেডান এবং হ্যাচব্যাক,স্পোর্টস কার, কমপ্যাক্ট ইভি পর্যন্ত সব আকার ও মাপের গাড়ির মডেল। আজকের আর্টিকেলে সেরা ২০ টি বৈদ্যুতিক গাড়ির কথা জানাব।

সেরা ২০টি বৈদ্যুতিক গাড়ি

এখানে ২০ থেকে ১ এই ক্রম অনুসারে বৈদ্যুতিক গাড়ির তালিকা দেওয়া হলো:

২০. ফিয়াট 500/ অ্যাবার্থ 500ই (Fiat 500/ Abarth 500e)

Fiat 500 মডেল একটি পরিমার্জিত ছোট বৈদ্যুতিক গাড়ি। তবে বেশি জায়গার প্রয়োজন না হলে এটি হতে পারে আপনার একমাত্র গাড়ি। কারণ এই গাড়িতে নিশ্চিন্তে লম্বা পথ ভ্রমণ করার জন্য একবারের চার্জে যথেষ্ট পরিমাণ যাওয়া যাবে। গাড়িটির স্টাইল, বড় ব্যাটারী ও সহজে ব্যবহারযোগ্য প্রযুক্তি আপনাকে মুগ্ধ করবে। এজন্য সেরা ২০ টি বৈদ্যুতিক গাড়ির তালিকায় আছে এই গাড়িটি। $৩০,২৪৫ থেকে দাম শুরু।

বৈদ্যুতিক গাড়ি Abarth 500e

Abarth 500e মডেলের বৈদ্যুতিক গাড়িটি ১৯৫০ এর দশকের ফিয়াট 500-এর অনুকরণে তৈরি হয়েছে। এটি একটি সুপার-কমপ্যাক্ট ইলেকট্রিক হ্যাচব্যাক, ফ্রন্ট-হুইল ড্রাইভ ও ডিজাইন। যা সেই ১৯৫০-এর দশকের থিম রেট্রোর আধুনিক সংস্করণ। এমনকি এটায় একটি সাউন্ড জেনারেটর আছে যা পেট্রোল ইঞ্জিনের অনুকরণে তৈরি। $৩৯,৯০০ থেকে দাম শুরু।

১৯. লোটাস ইলেটার (Lotus Eletre)

বৈদ্যুতিক গাড়ি Lotus Eletre

ব্রিটিশ কার কোম্পানি লোটাস সাধারণত লো-ভলিউম,হাই-পারফরমেন্স স্পোর্টস কার তৈরির জন্য বিখ্যাত। এরাই ইলেটার নামে নতুন একটি বৈদ্যুতিক গাড়ি লঞ্চ করেছে। চীনে নির্মিত এই বৈদ্যুতিক গাড়িটি একটি হাই-রাইডিং SUV।এর স্টিয়ারিং, বডি কন্ট্রোল, ইন্টেরিয়র ও প্রযুক্তি সত্যিই নজরকাড়া। তবে বড় ব্যাটারি প্যাকের কারণে গাড়িটি অন্যান্য লোটাস মডেলের তুলনায় যথেষ্ট ভারী। Eletre এর শক্তিশালী বৈদ্যুতিক মোটরগুলি কমপক্ষে ৬০৩ HP উৎপাদন করে। আনুমানিক $১১০,০০০ থেকে মূল্য শুরু।

১৮. হুন্দাই কোনা ইলেকট্রিক (Hyundai Kona Electric)

বৈদ্যুতিক গাড়ি Hyundai Kona Electric

নতুন হুন্দাই কোনা ইলেকট্রিক গাড়িটি মাথা গুটিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এটা আগের মডেলের মতোই দক্ষ, তবে আরও অনেক ভালো জিনিস এতে যুক্ত হয়েছে। ২০২৪-এ হুন্দাই কোনা ইলেকট্রিক গাড়িটির দৈর্ঘ্য, প্রস্থ এবং হুইলবেস বৃদ্ধি পেয়েছে। যার ফলে ভেতরে আরও জায়গা, বড় ব্যাটারির জন্য জায়গা এবং মসৃণ রাইড রয়েছে। এর ইন্টেরিয়র,বড় বুটস্পেস ও নকশা সত্যিই নজরকাড়া। সর্বাধিক ড্রাইভিং পরিসীমা আনুমানিক ২৬০ মাইল পর্যন্ত। আগের প্রজন্মের তুলনায় অনেক বেশি প্রাকটিক্যাল তাই যেমন প্রয়োজন তেমনভাবে ড্রাইভ করা যায়। ফ্যামিলি কার হিসেবে দারুণ হয়। এর মূল্য শুরু হয় $৩৪,০৫০ থেকে।

১৭. রেনল্ট সিনিক ই-টেক (Renault Scenic E-Tech)

নতুন রেনল্ট সিনিক পুরনো রেনল্ট সিনিকের চেয়ে আরও প্রশস্ত, দক্ষ ও দেখতেও সুন্দর। তবে এটা সিনিক রেনল্ট মেগানের ঐতিহ্যকে ধরে রেখেছে। এরও দুটি ব্যাটারি এবং দুটি পাওয়ার অপশন রয়েছে। Hyundai Ioniq 5 এবং Kia EV6-এর মতো – এটি একটি খুব বড় হ্যাচব্যাক।

বৈদ্যুতিক গাড়ি Renault Scenic review

এর লং রেঞ্জ, আধুনিক ইন্টেরিয়র ও প্রযুক্তি,হালকা ওজন গাড়িটিকে সেরা ২০ বৈদ্যুতিক গাড়ির কাতারে এনেছে। ৫ সীট হওয়ায় ফ্যামিলি কার হিসেবে খুব ভালো। এর মূল্য আনুমানিক $৪৭,৪৮৫।

১৬. হুন্দাই আইওনিক 6 (Hyundai Ioniq 6)

Hyundai Ioniq 6

হুন্দাই বৈদ্যুতিক গাড়ির জগতে এখন লিডার। আর Hyundai Ioniq 6 সেডান গাড়িটি কোরিয়ান অটোমেকারের নিখুঁত নকশা এবং অত্যাধুনিক প্রযুক্তির জন্য জনপ্রিয়তা পেয়েছে। এর দ্রুত চার্জিং, দ্রুত ত্বরণ এবং ভালো পারফরমেন্স এডিটরদের পছন্দের তালিকায় রেখেছে। গাড়িটি যেমনভাবে চান তেমনভাবেই চালানো যাবে। Ioniq 6 এর অল-হুইল ড্রাইভ এবং দুটি ব্যাটারি প্যাকের জন্য আনুমানিক ড্রাইভিং রেঞ্জ বা পরিসীমা ৩৬১ মাইল। যা টেসলা মডেল 3 কেও হার মানায়। গাড়িটির মূল্য শুরু $৩৮,৬৫০ থেকে।

১৫. মাসেরাতি গ্রানটুরিসমো ফোলগোর

Maserati GranTurismo Folgore

ইতালীয় অটোমেকার মাসেরাতি গ্রানটুরিসমো ফোলগোর ইলেকট্রিক গাড়ির বাজারে বিপ্লব ঘটিয়েছে। এই বৈদ্যুতিক স্পোর্টস কারটি ২.৭ সেকেন্ডের মধ্যে প্রতি ঘণ্টায় ৬০ মাইল গতিতে ছুটতে সক্ষম হবে। এজন্য তিনটি বৈদ্যুতিক মোটরের প্রয়োজন হবে, যা ৮১৮ HP তৈরি করতে একত্রিত হয়। নতুন GranTurismo Folgore এর ডিজাইন এবং ইন্টেরিয়র পুরনো ভার্সনের পেট্রোল-চালিত GranTurismo এর সাথে মিল আছে। গাড়িটি সৌন্দর্য ও দুটি চমৎকার পাওয়ারট্রেইন একে সেরা ২০ বৈদ্যুতিক গাড়ির তালিকায় রেখেছে। $২০০,০০০ থেকে শুরু হয়ে $২১৫,০০০ পর্যন্ত।

১৪. কিয়া ইভি9 (Kia EV9)

Kia EV9

কিয়া ইভি9 একটি সেরা ইলেক্ট্রিক গাড়ি। এটা 7 সীটের SUV গাড়ি। এই গাড়িটির অল-হুইল-ড্রাইভ এবং রিয়ার-ড্রাইভ লং রেঞ্জ উভয় মডেলেই একটি ৯৯.৮-কিলোওয়াট ব্যাটারি রয়েছে। এই ব্যাটারির EPA আনুমানিক ড্রাইভিং রেঞ্জ বা পরিসীমা ৩০৪ মাইল। গাড়িটি ভালোভাবে সাজানো এবং চড়েও আনন্দ। এর মূল্য $৫৪,৯০০ থেকে শুরু।

১৩. ভলভো এক্স৩০ (Volvo EX30)

Volvo-EX30

Volvo EX30 গাড়িটির মতো এতো কম দামে আরামদায়ক গাড়ি সহজে পাওয়া যাবে না। অল-হুইল-ড্রাইভ ৪২২ HP সেটআপ গাড়িটিকে দ্রুততম বাহন হিসেবে তৈরি করেছে। আপনি যেকোন পাওয়ারট্রেন বেছে নিন না কেন, এতে একই 64.0-kWh ব্যাটারি প্যাক পাবেন যা দিয়ে প্রতি চার্জে ২৭৫ মাইল পর্যন্ত ড্রাইভিং করতে পারবেন। আকর্ষণীয় ইন্টেরিয়র ও সহজে ড্রাইভিং করার জন্য এই গাড়িটিকে সেরা ২০ বৈদ্যুতিক গাড়ির তালিকায় রাখা যায়। এর মূল্য $৩৪,৯৫০ থেকে শুরু।

১২. বিএমডব্লিউ আই4 (BMW i4)

BMW i4

BMW i4 একটি বৈদ্যুতিক সেডান গাড়ি যা তেমন অতিরঞ্জিত নয়। পরিবর্তে এটি আধুনিক ইভি পাওয়ারট্রেন ও ইজি-টু-ড্রাইভের বৈশিষ্ট্য একত্রে মিলে ভালোমানের সেডান তৈরির দিকে মনোযোগ দিয়েছে। গাড়িটির HP ২৮২-৫২৩ পর্যন্ত এবং দ্রুত চার্জ হয়। eDrive40 ছদ্মবেশে এটি খুব ভালোভাবে রাইড করে। ICE 3 সিরিজের তুলনায় একটু ভারী হ্যান্ডলিং এবং স্টিয়ারিংয়ে কিছুটা অসাড়। তবে এর ফ্রেমহীন দরজায় চমৎকার টাচস্ক্রীন রয়েছে। এর মূল্য $৫৩,১৯৫-$৭০,৬৯৫ পর্যন্ত।

১১. ভক্সওয়াগেন আইডি.7 (Volkswagen ID.7)

Volkswagen ID.7

Volkswagen ID.7 একটি সুন্দর ৪ দরজার ইলেক্ট্রিক ফ্যামিলি গাড়ি। ID.Aero ধারণার উপর ভিত্তি করে, ID.7 কে যতটা সম্ভব অ্যারোডাইনামিক করার জন্য ডিজাইন করা হয়েছে, তবে এটি বেশ স্টাইলিশও। শীঘ্রই ডুয়াল-মোটর অল-হুইল ড্রাইভ পাওয়ারট্রেন চালু হবে এবং একটি রিয়ার-হুইল ড্রাইভ ভেরিয়েন্ট প্রথমে লঞ্চ হবে। একক মোটরটির HP ২৮২। ধারণা করা যায় এতে ড্রাইভিং পরিসীমা প্রতি চার্জে প্রায় ৩০০ মাইল হবে। এর মূল্য $৫০,০০০ থেকে শুরু।

১০. জিপ অ্যাভেঞ্জার (Jeep Avenger)

Jeep Avenger

জিপ অ্যাভেঞ্জার সম্পূর্ণ বৈদ্যুতিক পাওয়ারট্রেন বা পেট্রোল ইঞ্জিন সহ ইতিমধ্যেই লঞ্চ হয়েছে। তবে অ্যাভেঞ্জার এখন ৪৮-ভোল্টের ই-হাইব্রিড রেঞ্জে যুক্ত হয়েছে৷ বৈদ্যুতিক সংস্করণটি এর নিজস্ব পর্যালোচনায় কভার করা হয়েছে। পরেরটি একটি ছোট 0.9kWh ব্যাটারি এবং 21 kW মোটর ব্যবহার করে গিয়ারবক্স এবং স্টার্টার মোটরের সাথে সংযুক্ত। লাইন-আপে কাগজে-কলমে সবচেয়ে ধীরগতির পারফরম্যান্স সত্ত্বেও ছোট অ্যাভেঞ্জার ই-হাইব্রিড গাড়ি ড্রাইভ করা কিন্তু আনন্দদায়ক এবং পরিবেশবান্ধব। এর মূল্য $৫৩,৯৯০ থেকে শুরু।

৯. পোলস্টার 2 (Polestar 2)

Polestar 2

পোলস্টার হল ভলভোর ইলেকট্রিক সাব-ব্র্যান্ড। ব্র্যান্ডের দ্বিতীয় গাড়ি হওয়ায় একে পোলস্টার 2 বলা হয়। এর HP ৪৪৯। ধারণা করা যায় এতে ড্রাইভিং পরিসীমা প্রতি চার্জে প্রায় ২৭৬ মাইল। আনন্দদায়ক ড্রাইভিং, বেস মডেলের পরিসর এবং সহজ গুগল ইনফোটেইনমেন্ট গাড়িটিকে সেরা বৈদ্যুতিক গাড়ির তালিকায় রেখেছে। এর মূল্য $৪৯,৯০০ থেকে শুরু।

৮. বিএমডব্লিউ আই7 (BMW i7)

bmw i7

বড় ধরণের বিলাসবহুল গাড়িতে বৈদ্যুতিক পাওয়ারট্রেন অনেক অর্থ বহন করে। BMW i7 গাড়িতে আছে শক্তিশালী EV পাওয়ারট্রেন যা শুধুমাত্র বিলাসবহুল ক্রেতাদের প্রশান্তির অনুভূতি বাড়াতে সাহায্য করে। প্রযুক্তি-সচেতন ক্রেতাদের জন্যও প্রিয় সেডান গাড়ি হতে পারে , কারণ গাড়িটি ডিজিটাল ডিসপ্লে দিয়ে কানায় কানায় পূর্ণ। i7 xDrive60 ৫৩৬ HP এবং ৩১৮ পর্যন্ত মাইল রেঞ্জ অফার করে। এর মূল্য $১০৬,৬৯৫ থেকে শুরু।

৭. ডাসিয়া স্প্রিং (Dasia Spring)

Dacia Spring

ডাসিয়ার এন্ট্রি লেভেলের বৈদ্যুতিক গাড়িতে আপনি যা চান সবই পাবেন। স্বল্প মূল্য,হালকা ওজন, লো ইম্প্যাক্ট ও বেশি ফান। আসলে কম দামে এই কোম্পানির প্রথম ইলেক্ট্রিক গাড়ি ডাসিয়া স্প্রিং দেখতেও চমৎকার। ফলে এর বিক্রিও হচ্ছে অনেক। ২৭kWh ব্যাটারি একবার চার্জের ১৩৭ মাইল পর্যন্ত যাবে। এর মূল্য $১৯,১০২ থেকে শুরু।

৬. বিএমডব্লিউ আই5 (BMW i5)

BMW i5

BMW কয়েক দশক ধরে 5-সিরিজের বিলাসবহুল সেডান বিক্রি করে আসছে, কিন্তু এই সর্বশেষ প্রজন্মই প্রথম i5 নামক একটি অল-ইলেকট্রিক ভেরিয়েন্ট তৈরি করেছে। i5 BMW-এর পেট্রল-চালিত গাড়ির মতোই ড্রাইভিংয়ে আরামদায়ক অভিজ্ঞতা দেয়। তবে এটি পুরোপুরি বৈদ্যুতিক M5 সুপার সেডান নয়। ডুয়াল-মোটর M60 xDrive মডেলটি ৫৩৬ HP এবং প্রতি চার্জে ২৯৫ মাইল রেঞ্জ অফার করে। এর মূল্য $১০৬,৬৯৫ থেকে শুরু।

৫. টেসলা মডেল 3 / টেসলা মডেল ওয়াই (Tesla Model 3/ Tesla Model Y)

Tesla Model 3

টেসলা মানেই ভিন্ন কিছু। বৈদ্যুতিক গাড়ির জগতে টেসলা মডেল 3 এবং Y অন্যতম সেরা নাম। নতুন গাড়ি ক্রেতাদের জন্য এই গাড়িটি প্রথম পছন্দ, বিশেষ করে যারা পরিবেশ সচেতন। গাড়িটির ইন্টেরিয়রের স্টিয়ারিং হুইল, প্যাডেল এবং জানালার সুইচ ছাড়া আরও কয়েকটি বাটন রয়েছে। এসব বাটন সাধারণ জিনিস যেমন বাহিরের মিরর বা স্টিয়ারিং কলাম সামঞ্জস্য করার জন্য ড্যাশবোর্ডে বড় ইনফোটেইনমেন্ট ডিসপ্লের সাথে ইন্টারঅ্যাক্ট করতে হবে। এর মূল্য $৪০,৬৩০ থেকে শুরু।

৪. এমজি4 (MG4)

MG4 EV

MG4 এই সময়ের চাহিদাসম্পন্ন একটি বৈদ্যুতিক গাড়ি। সব ধরনের সুবিধার উপস্থিতি, লোভনীয় দাম, সহজপ্রাপ্যতা ও সর্বত্র প্রশংসিত একটি গাড়ি। এজন্য সেরা ২০ বৈদ্যুতিক গাড়ির তালিকায় ৪র্থ তে আছে এই গাড়ি। লংলাইফ ব্যাটারি, গাড়ির ভেতরে প্রচুর জায়গা থাকায় পরিবারের জন্য পারফেক্ট একটা গাড়ি। এর মূল্য $৪০,৯৯০ থেকে শুরু।

৩. পোর্শে তাইকান Porsche Taycan

Porsche Taycan

২.৪ সেকেন্ড ৬০mph পর্যন্ত পৌঁছাতে পারে এমন একটি বৈদ্যুতিক গাড়ি হলো পোর্শে তাইকান। এই বৈদ্যুতিক স্পোর্টস কারটি HP ৭৫০ এবং ২৪৬ মাইল রেঞ্জ অফার করে। Taycan এর ভিতরে এবং বাইরে মার্জিত নকশা সহ বিশাল চাকা এবং ব্রেক মুডকে প্রভাবিত করতে সাহায্য করে। সেরা ৩ এ আছে এই গাড়িটি। এর মূল্য $৯২,৫৫০ থেকে শুরু।

২. রোলস-রয়েস স্পেকটার Rolls-Royce Spectre

Rolls Royce Spectre

রোলস-রয়েসের সব ধরনের গাড়িই সেরার তালিকায় থাকে। বৈদ্যুতিক গাড়ির জগতেও এরা পিছিয়ে নেই। রোলস-রয়েস স্পেকটার এদের প্রথম ইলেক্ট্রিক গাড়ি। লাক্সারি এই গাড়িটি দেখতে সুন্দর এবং চালাতেও দারুণ। ব্যাটারি চার্জ হয় দ্রুত, আছে ৫৭৭ HP এবং প্রতি চার্জে ২৯১ মাইলেজ। এর মূল্য $৪২২,৭৫০ থেকে শুরু।

১. হুন্দাই আয়োনিক 5এন (Hyundai Ioniq 5 N)

Hyundai Ioniq 5 N

সেরা ২০ টি বৈদ্যুতিক গাড়ির তালিকায় সবচেয়ে প্রথমে হুন্দাই আয়োনিক 5এন রয়েছে। ইলেক্ট্রিক কারের জগতে হুন্দাই এই EV SUV নিয়ে এসেছে যার ইঞ্জিনিয়ারিং কৌশল খুবই চমৎকার। নতুন প্রযুক্তি এবং উন্নত রেসট্র্যাক ক্যাপাবিলিটির জন্য হাই-পারফরম্যান্স ড্রাইভিং অভিজ্ঞতা পাওয়া যাবে। Ioniq 5 N এর ডাবল বৈদ্যুতিক মোটরগুলির HP ৬০১, ব্যাটারি ক্যাপাসিটি ৮৪ kWh, সর্বোচ্চ গতি ১৬১ mph, ১৮-৩৬ মিনিটের মধ্যে ১০%-৮০% চার্জ হয়ে যায়। এর মূল্য $৬৭,৪৭৫ থেকে শুরু।

সময়ের সাথে সাথে হয়ত আরও নতুন বৈদ্যুতিক গাড়ি তালিকায় জায়গা পাবে। তবে বর্তমানে এই গাড়িগুলোই সেরা। দিন দিন বাড়ছে বৈদ্যুতিক গাড়ির জনপ্রিয়তা! কিন্তু কেন বাড়ছে চাহিদা তা জানতে আমাদের এই ব্লগটি পড়তে পারেন। গাড়ি সম্পর্কে নিত্যনতুন তথ্য জানতে আমাদের সাথেই থাকুন। 

    গাড়ির সুরক্ষায় প্রহরী সম্পর্কে জানতে

    Share your vote!


    এই লেখা নিয়ে আপনার অনুভূতি কী?
    • Fascinated
    • Happy
    • Sad
    • Angry
    • Bored
    • Afraid

    মন্তব্যসমূহ

    Scroll to Top