ব্যস্ত শহুরে জীবনে, প্রহরীর সহায়তায় আপনার গাড়ির সুরক্ষা নিশ্চিত হচ্ছে বিধায়, আপনি কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন বলে আমাদের বিশ্বাস। প্রহরী ভেইকেল ট্র্যাকিং সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার ব্যস্ত জীবনকে আরো সহজ করতেই প্রহরী চালু করেছে অনলাইন পেমেন্ট সিস্টেম। আপনি প্রহরী ওয়েব পোর্টালে আপনার একাউন্ট থেকে খুব সহজেই তিন রকম উপায়ে অনলাইন পেমেন্ট করতে পারেন।
১। ডেবিট/ক্রেডিট কার্ড’র মাধ্যমে পেমেন্ট: মাস্টার কার্ড, ভিসা কার্ড,নেক্সাস কার্ড’র মাধ্যমে সার্ভিস চার্জ পরিশোধের সুযোগ দিচ্ছে প্রহরী।
২। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অনলাইন পেমেন্ট: রকেট, এম ক্যাশ, মাই ক্যাশ, এবি ডিরেক্ট, ইউ-পে, টি-ক্যাশ সেবার মাধ্যমেও বিল পে করতে পারবেন।
৩। ইন্টারনেট ব্যাংকিং সেবার মধ্যমে পেমেন্ট: সিটি টাচ, এবি ডিরেক্ট, ব্যাংক এশিয়া, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইসলামী ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং’র মাধ্যমে পেমেন্টের ব্যবস্থা রয়েছে।
অনলাইন পেমেন্টের প্রাথমিক ধাপ:
আপনি যেই উপায়েই অনলাইন পেমেন্ট করুন না কেন, আপনাকে এই প্রাথমিক ধাপ তিনটি পূরণ করতে হবে।
১। প্রথমে প্রহরী ভেইকেল ট্র্যাকিং অনলাইন পোর্টালে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
২। স্ক্রিনের উপরে ডান দিকে আপনার বকেয়া বিল দেখাবে। তার পাশেই Pay Now অপশনে ক্লিক করুন।
৩। এবার স্ক্রিনে আপনার পেমেন্ট স্লিপ এবং ডিটেইল দেখাবে। আপনি যত টাকা পরিশোধ করতে চান, সেই এমাউন্টটি Amount বক্সে লিখুন। আপনার কোন মন্তব্য থাকলে Remark অংশে লিখুন। তারপর I Agree with the terms and conditions এ টিক চিহ্ন দিন। তারপর Pay Now বাটনে চাপুন।
ডেবিট/ক্রেডিট কার্ড’র মাধ্যমে অনলাইন পেমেন্ট পদ্ধতি:
মাস্টারর কার্ড, ভিসা কার্ড বা ডিবিবিএল নেক্সাস কার্ড (ডেবিট অথবা ক্রেডিট) থাকে তাহলে নিচের পদ্ধতি অনুসরণ করে অনলাইনে প্রহরী সার্ভিস চার্জ পে করতে পারবেন।
১। অনলাইন পেমেন্টের প্রাথমিক ধাপ অনুসরণ করুন।
২। স্ক্রিনে পেমেন্ট অপশন ভেসে উঠবে। সেখান থেকে ডেবিট ক্রেডিট কার্ডের অংশ থেকে আপনি কোন কার্ডের মাধ্যমে বিল পে করবেন সেটি সিলেক্ট করুন।
৩। আপনার কার্ডের কার্ড হোল্ডারের নাম, কার্ড নাম্বার এবং ক্যাপচা লিখে সাবমিট করুন।
মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অনলাইন পেমেন্ট পদ্ধতি:
বিকাশ:
১। উপরে উল্লেখিত অনলাইন পেমেন্টের প্রাথমিক ধাপ তিনটি অনুসরণ করুন।
২। স্ক্রিনে পেমেন্ট অপশন ভেসে উঠলে, মোবাইল ব্যাংকিং এর অংশে বিকাশ পেমেন্ট সিলেক্ট করুন।
৩। এরপর স্ক্রিনের বাম দিকে বিকাশের মাধ্যমে ৮ টি ধাপে পেমেন্ট পদ্ধতি ভেসে উঠবে।
৪। এই ৮ ধাপ সম্পূর্ণ করার পর আপনার মোবাইলে বিকাশ লেনদেন আইডি বা ট্রানজেকশন আইডি আসবে। সেটি স্ক্রিনের ডান দিকের অংশে লেনদেন আইডি’র ঘরে টাইপ করুন। এবং SUBMIT বোতামে ক্লিক করুন।
৫। বিকাশের মাধ্যমে আপনার পেমেন্ট সম্পন্ন হবে।
নগদ পেমেন্ট পদ্ধতি
মোবাইল ইউএসএসডি (USSD) থেকে পেমেন্ট
- ডায়াল *167#
- পেমেন্ট সিলেক্ট করতে 4 চাপুন
- প্রহরী মার্চেন্ট একাউন্ট নাম্বার দিন- 01833168100
- টাকার এমাউন্ট দিন (উদাহরণঃ বকেয়া ৫০০ টাকা হলে, লিখুন 500)
- কাউন্টার নাম্বার দিন – 1
- রেফারেন্সে আপনার গাড়ির নাম্বারের শেষ ৪ ডিজিট অথবা আপনার কাস্টমার নামের চার ডিজিট দিন
- সবকিছু চেক করে আপনার নগদ পিন দিয়ে পেমেন্ট সম্পন্ন করুন
নগদ অ্যাপ থেকে পেমেন্ট
- নগদ অ্যাপে প্রবেশ করুন
- মেনু থেকে মার্চেন্ট পেমেন্ট সিলেক্ট করুন
- প্রহরী মার্চেন্ট একাউন্ট নাম্বার দিন- 01833168100
- টাকার এমাউন্ট দিন (উদাহরণঃ বকেয়া ৫০০ টাকা হলে, লিখুন 500)
- রেফারেন্সে আপনার গাড়ির নাম্বারের শেষ ৪ ডিজিট অথবা আপনার কাস্টমার নামের চার ডিজিট দিন
- সবকিছু চেক করে আপনার নগদ অ্যাপে চাপ দিয়ে পেমেন্ট সম্পন্ন করুন
রকেট পেমেন্ট পদ্ধতি
মোবাইল ইউএসএসডি (USSD) দিয়ে পেমেন্ট
- ডায়াল *322#
- মার্চেন্ট পেমেন্ট সিলেক্ট করতে 8 চাপুন
- প্রহরী মার্চেন্ট একাউন্ট নাম্বার দিন- 018331681004
- রেফারেন্সে আপনার গাড়ির নাম্বারের শেষ ৪ ডিজিট অথবা আপনার কাস্টমার নামের চার ডিজিট দিন
- টাকার এমাউন্ট দিন (উদাহরণঃ বকেয়া ৫০০ টাকা হলে, লিখুন 500)
- ডিবিবিএল রকেটের পিন দিয়ে পেমেন্ট সম্পন্ন করুন
রকেট অ্যাপ দিয়ে পেমেন্ট
- রকেট অ্যাপে প্রবেশ করুন
- মেনু থেকে মার্চেন্ট পেমেন্ট সিলেক্ট করুন
- প্রহরী মার্চেন্ট একাউন্ট নাম্বার দিন- 018331681004
- টাকার এমাউন্ট দিন (উদাহরণঃ বকেয়া ৫০০ টাকা হলে, লিখুন 500)
- রেফারেন্সে আপনার গাড়ির নাম্বারের শেষ ৪ ডিজিট অথবা আপনার কাস্টমার নামের চার ডিজিট দিন
- সবকিছু চেক করে আপনার রকেট অ্যাপে চাপ দিয়ে পেমেন্ট সম্পন্ন করুন
এম ক্যাশ:
১। অনলাইন পেমেন্টের প্রাথমিক ধাপ অনুসরণ করুন।
২। পেমেন্ট অপশন থেকে এম ক্যাশ সিলেক্ট করুন।
৩। mCash e টিক দিন।
৪। আপনার এম ক্যাশ ওয়ালেট নাম্বার এবং পিন নাম্বার দিয়ে Submit করুন।
মাই ক্যাশ, ইউ-পে, এবি-ডিরেক্ট, টি- ক্যাশ:
১। উপরোক্ত মাধ্যমের মোবাইল ব্যাংকিং ব্যবহার করে বিল পে করার জন্য প্রথমে অনলাইন পেমেন্টের প্রাথমিক ধাপ অনুসরণ করুন।
২। এরপর এই মাধ্যমগুলোর যেই মাধ্যমটি ব্যবহার করবেন সেটি সিলেক্ট করুন।
৩। সংশ্লিষ্ট মাধ্যমে আপনার মোবাইল ওয়ালেট নাম্বার এবং পিন নাম্বার দিয়ে পেমেন্ট সম্পন্ন করুন।
ইন্টারনেট ব্যাংকিং সেবার মধ্যমে অনলাইন পেমেন্ট:
সিটি টাচ, এবি ডিরেক্ট, ব্যাংক এশিয়া, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইসলামী ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং
১। ইন্টারনেট ব্যাংকিং সেবার মাধ্যমে পেমেন্ট করার জন্য প্রথমে অনলাইন পেমেন্টের প্রাথমিক ধাপ অনুসরণ করুণ
২। আপনি উপরোক্ত যেই ইন্টারনেট ব্যাংকিং সেবার মাধ্যমে বিল পেমেন্ট করতে চান সেটি সিলেক্ট করুণ।
৩। সংশ্লিষ্ট ইন্টারনেট ব্যাংকিং ইউজার আইডি এবং পাসোয়ার্ড দিয়ে ইন্টারনেট ব্যাংকিং এ লগ ইন করুণ। (ইসলামী ব্যাংকের ক্ষেত্রে iBanking সিলেক্ট করে নিবেন)
৪। পেমেন্ট সম্পন্ন করুণ।