জনপ্রিয় ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো দ্রুতগতির গাড়িগুলো অনেক বেশি পছন্দ করেন। সেক্ষেত্রে নিত্য নতুন মডেলের দ্রুতগতিময় কার সংগ্রহ করা তার অন্যতম প্যাশন । আর তাইতো তার গ্যারেজে নামকরা কোম্পানির অনেকগুলো দামী স্পোর্টস কার স্থান করে নিয়েছে। তারকা ফুটবলার সময় পেলেই এগুলো নিয়ে ড্রাইভিংয়েও বেড়িয়ে পড়েন। কার ড্রাইভ করে চারশো গতিবেগ তোলার রেকর্ডও তার ঝুলিতে আছে। আসুন তার সংগ্রহে থাকা সাতটি দ্রুতগতিসম্পন্ন গাড়ি সম্পর্কে জেনে নিই।
১। Bugatti Veyron
ক্রিস্টিয়ানো রোনালদোর সংগ্রহে অনেকগুলো স্পোর্টস কার আছে। তার মধ্যে অন্যতম হল বুগাট্টি ভেরন স্পোর্টস কার। তিনি ২০১৬ সালে এই গাড়িটি কিনেন। এটি কিনতে তার খরচ করতে হয়েছে ১.৭ মিলিয়ন ডলার। এটা একটি মাঝারি মানের স্পোর্টস কার। যা ডিজাইন করেছে জার্মান কোম্পানি ভক্সওয়াগন। এবং উৎপাদন করেছে ফ্রান্সের বুগাট্টি কোম্পানি। এতে আছে 8.0L কোয়াড টার্বচার্জার বিশিষ্ট W16 সিলিন্ডার ইঞ্জিন। এই গাড়িটি ঘণ্টায় ২৫৩ কিলোমিটার গতিবেগে ছুটতে পারে।
২। Audi R8
পর্তুগীজ ফুটবল তারকার গ্যারেজে অডি কোম্পানির কয়েকটি গাড়ি আছে। তাদের মধ্যে তার প্রিয় গাড়ির তালিকায় স্থান করে নিয়েছে অডি আর-এইট। যখন এই কারটি বাজারে এলো তখন একে বলা হতো “সুপার কার অফ দ্য সিজন।” এটি একটি মিড ইঞ্জিন বিশিষ্ট দুই সীটের স্পোর্টস কার। এটার ঘণ্টায় তিনশো ষোল কিলোমিটার গতিতে ছোটার অসাধারণ ক্ষমতা আছে। রোনালদো ২০০৯ সালে এই স্পোর্টস কারটি কিনেন। তখন এটার প্রাইজ পড়েছিল ১৫০০০০ ডলার।
৩। Koenigsegg CCX
রোনালদোর সংগ্রহে থাকা দ্রুতগতিসম্পন্ন আরেকটি গাড়ি হচ্ছে Koenigsegg CCX। মাঝারি ইঞ্জিনের এই কারটি তৈরি করেছে কোনিগসেগ অটোমোবাইল কোম্পানি। এটি তৈরিতে ব্যবহৃত হয়েছে 4.9 L Twin V8 ইঞ্জিন। চার লাখ পঞ্চাশ হাজার ডলার ব্যয়ে তিনি এই গাড়িটি কিনেছেন।
৪। Ferrari F12 TDF
এই ফেমাস ফুটবলারের সংগ্রহে বিখ্যাত ইতালিয়ান কোম্পানি ফেরারির কয়েকটি গাড়ি আছে। এর মধ্যে দ্রুতগতির একটি গাড়ি হলো Ferrari F12 TDF। এটি একটি মিড ইঞ্জিন বিশিষ্ট গাড়ি। এই গাড়িটির স্বাতন্ত্র্যতা তাকে অন্য মডেলের গাড়িগুলো থেকে অনেকটাই আলাদা করেছে। এই কারটি ঘণ্টায় সর্বোচ্চ তিনশ চল্লিশ কিলোমিটার গতিবেগে ছুটতে পারে।
৫। Ferrari 599 GTO
ক্রিস্টিয়ানো রোনালদোর সংগ্রহে থাকা আরেকটি ফেরারি গাড়ি হল Ferrari 599 GTO। ইতালিয়ান ফেরারি কোম্পানির সবচেয়ে দ্রুত গতিসম্পন্ন কার হিসেবে এটি স্বীকৃত। অসাধারণ গতিতে চলা এই কারটির দাম ছিল ৩৮৫,০০০ ডলার। গাড়িটির ইঞ্জিন বিশেষ প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। এছাড়াও এর ইন্টেরিয়র ডিজাইন অনেক বেশি সুন্দর।
৬। Lamborghini Aventador LP 700-4
এই পর্তুগিজ তারকার সংগ্রহের তালিকায় দ্রুতগতির স্পোর্টস কারের সংখ্যাই বেশি। আর তার মধ্যে Lamborghini Aventador LP 700-4 একটি। এটা একটি মাঝারি সাইজের স্পোর্টস কার। যা ইতালিয়ান কোম্পানি Lamborghini তৈরি করেছে। এই গাড়িতে ছয়শ নব্বই হর্স পাওয়ার এবং 6.5L L539 V12 ইঞ্জিন আছে। যা ২১৬ কিলোমিটার পর্যন্ত গতিবেগ তুলতে পারে। ২০১২ সালে রোনালদো এই গাড়িটি কিনেছেন।
৭। Ferrari F430
Ferrari F430 একটি দ্রুতগতি সম্পন্ন স্পোর্টস কার। বিখ্যাত ইতালিয়ান অটোমোবাইল কোম্পানি ফেরারি এটি তৈরি করছে। এর ইন্টেরিয়র ডিজাইন অনেক বেশি চমকপ্রদ। এতে আছে F136 মডেলের শক্তিশালী 4.3L V8 পেট্রোল ইঞ্জিন। এই স্পোর্টস কারটি কিনতে ক্রিস্টিয়ানোর ব্যয় করতে হয়েছে তিন লক্ষ ডলার। তিনি ২০০৮ সালের দিকে এই গাড়িটি কিনেন।
বিশ্বসেরা ফুটবলার রোনালদো নিত্য নতুন মডেলের দ্রুতগতি সম্পন্ন গাড়ি কিনতে যেমন পছন্দ করেন। তেমনি নিজে ড্রাইভিং করতেও ভালবাসেন। যদিওবা গাড়ি নিয়ে কিছু অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকারও তিনি হয়েছেন। তবে তাতে গাড়ির প্রতি তার ভালবাসার এতটুকুও কমতি ঘটেনি। আর তাইতো সময় পেলে এখনো আগের মতোই প্রিয় গাড়িটির চাবি হাতে বেড়িয়ে পড়েন। তবে হ্যা…এক্ষেত্রে নিরাপদে ড্রাইভিংয়ের বিষয়গুলো আগের চাইতেও বেশি মনোযোগের সাথে খেয়াল করেন। এবং অধিক সতর্কতা অবলম্বন করে প্রিয় গাড়িটির স্টিয়ারিংয়ে হাত রেখে এই তারকা ঘুরে বেড়ান দিগন্তমাখা পথের বাঁকে।
আরও পড়ুনঃ জনপ্রিয় ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর বিলাসবহুল ৭টি গাড়ি (প্রথম-পর্ব)