প্রহরী

একা দু’পা দৌড়ে যাওয়ার চেয়ে পাশের মানুষটির হাত ধরা সহজ!
মাহমুদুুল হাসান সোহাগ
চেয়ারম্যান, অন্যরকম গ্রুপ
গবেষণায় :

সীমার মাঝে অসীমেরে খুঁজি…

পাই ল্যাবস বাংলাদেশ লিমিটেড মাইক্রোকন্ট্রোলার বেজইড ডিভাইস ডিজাইন, ডেভলপমেন্ট ও বিভিন্ন ইলেক্ট্রো-মেকানিক্যাল প্রোজেক্ট সহ তথ্য-প্রযুক্তির অন্যান্য ক্ষেত্রগুলোতেও ধারাবাহিক গবেষণার প্রসারের লক্ষ্যে কাজ করার চেষ্টা করে যাচ্ছে। সেই প্রচেষ্টার ফলেই পাই ল্যাবস ও বুয়েটের যৌথ উদ্যোগে তৈরি হয়েছিলো দেশের প্রথম ইলেকট্রনিক্স ভোটিং মেশিন EVM। মূলত দেশের গবেষণা খাতকে সমৃদ্ধ করা এবং গবেষণার নতুন দাড় উন্মোচন করাই পাই ল্যাবসের প্রধান উদ্দেশ্য এবং সে প্রয়াসেই নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

নয় অন্যের, নিজ প্রযুক্তিতে গড়ব দেশ

বিদেশি পণ্য বর্জন করুণ বলে আমরা আওয়াজ তুলতে পারি, কিন্তু সেটা ততদিন পর্যন্ত সফল হবে না, যত দিন না আমরা বিকল্প ব্যবস্থা তৈরি করতে পারছি। অন্যকে বর্জন করার কথা বলার পূর্বে আমাদের উচিৎ নিজেদের বাজারকে সেভাবে তৈরি করা, অর্থাৎ দেশীয় পণ্যের উদ্ভাবন, গবেষণা ও উন্নয়ন। আর দেশীয় প্রযুক্তি ব্যবহার করে স্বাবলম্বিতা অর্জন এবং তা দেশজুড়ে ছড়িয়ে দিয়ে অন্যরকম বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাওয়াই অন্যরকম ইলেকট্রনিক্স (ORELCO) এর প্রধান লক্ষ্য।
প্রস্তুতকারক:
Scroll to Top