নয় অন্যের, নিজ প্রযুক্তিতে গড়ব দেশ
বিদেশি পণ্য বর্জন করুণ বলে আমরা আওয়াজ তুলতে পারি, কিন্তু সেটা ততদিন পর্যন্ত সফল হবে না, যত দিন না আমরা বিকল্প ব্যবস্থা তৈরি করতে পারছি। অন্যকে বর্জন করার কথা বলার পূর্বে আমাদের উচিৎ নিজেদের বাজারকে সেভাবে তৈরি করা, অর্থাৎ দেশীয় পণ্যের উদ্ভাবন, গবেষণা ও উন্নয়ন। আর দেশীয় প্রযুক্তি ব্যবহার করে স্বাবলম্বিতা অর্জন এবং তা দেশজুড়ে ছড়িয়ে দিয়ে অন্যরকম বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাওয়াই অন্যরকম ইলেকট্রনিক্স (ORELCO) এর প্রধান লক্ষ্য।