ফুয়েল কতটুকু আছে বা কতক্ষণ পরে রিফিল করতে হবে সেটা জানা যাবে?
(এক সাথে অনেক গাড়ি মেইনটেইন করতে গিয়ে এই ফুয়েল খরচ অনেক সময়ই বেড়ে যায়। আবার অনেক সময় পর্যাপ্ত ফুয়েল না থাকার কারণে রাস্তার মাঝখানেই গাড়ি বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে প্রতিটি গাড়ির ফুয়েল লেভেল সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা জরুরী)
জ্বালানীর সকল উপাত্ত, প্রহরী দিচ্ছে লিখিত