প্রহরী

পড়তে লাগবে: 5 মিনিট

গাড়ির যে ৭ টি এক্সেসরিস পার্টস বিপদজনক হয়ে উঠতে পারে !

গাড়ি মানেই আমাদের অনেক শখের , অনেক প্রিয় একটি যান। আর শৌখিন মানুষ হলে তো কথাই নেই । গাড়ির ভেতরে বা বাইরে অনেক ধরনের পার্টস বা সাজানোর যন্ত্র আমরা ব্যবহার করি। এবং অনেকে গাড়ির ভেতর অনেক প্রয়োজনীয় যন্ত্রপাতির সাথে সাথে অপ্রয়োজনীয় যন্ত্রপাতিও রেখে দেই । অনেকে আবার বাইরের দেশ থেকেও গাড়ির আনুষঙ্গিক বা জিনিসপত্র আনাই।  আমরা আসলে বুঝে উঠতে পারিনা যে কোনগুলো কাজে লাগতে পারে আর কোন গুলো শুধুই ক্ষতি করে বৈ অন্য কিছু না। আসুন দেখে নেই, এমন যে ৭ টি গাড়ির এক্সেসরিস পার্টস যা বিপদজনক হয়ে উঠতে পারে!

১। লিফটিং কিট 

দেশের নীতির থেকেও বড় হচ্ছে প্রাকৃতিক নিয়মনীতি। ‘যেসব বস্তুর উপরের দিকটা ভারী সেসব বস্তু স্বভাবতই উল্টে যায়- এই প্রাকৃতিক নিয়মটি জানার জন্য আইজ্যাক নিউটনের মতো বিজ্ঞানী হতে হয়না। কোন কোন গাড়ি মডিফিকেশনের সময় লিফটিং কিট ব্যবহার করে, এর সাসপেনশনের উচ্চতা বাড়ানো হয়ে থাকে।ফলে এর উপরের দিকটা বেশি উচু হয় এবং উপরের দিকে ভার বেড়ে যায়। সেন্টার অফ গ্র্যাভিটির পরিবর্তন হয়ে যায়। এর কারণে গাড়ির সাসপেনসন যত উপরে ওঠানো হয় তত উল্টে যাওয়ার সম্ভাবনা থাকে। একটি গবেষনায় দেখা গিয়েছে যে, ১৯৯২ সালের  ফোর্ড এফ-১৫০ গাড়ির সাসপেনশন ৪ ইঞ্চি ও ও বডি ৩ ইঞ্চি উচু করে যদি  ৩৮ ইঞ্চি টায়ার যুক্ত করা হয়, তাহলে গাড়িগুলো উলটে যাওয়ার সম্ভাবনা ৩০% বেড়ে যায়। এর পাশাপাশি গাড়ির ব্রেকিং সিস্টমের কার্যকারিতা  ২৫ % কমে গিয়েছিল। অর্থাৎ সহজেই বুঝা যাচ্ছে যে, লিফটিং কিট গাড়ির এক্সেসরিস পার্টস হিসেবে হয়ে উঠতে পারে বিপদজনক ।

কিছু ভার উত্তলনের যন্ত্রাংশ দিয়ে গাড়ি উঁচু করা হয়।

২। রঙিন ফগ লাইট 

সাধারণত কুয়াশাচ্ছন্ন অবস্থায় ফগ লাইট ব্যবহার করা হয়। কিন্তু যখন ফগ লাইটটি রঙ্গিন, তখন পুরো ব্যাপারটাই হয়ে যায় হাস্যকর এবং মাঝে মাঝে বিপদজনকও বটে। কুয়াশাচ্ছন্ন পরিবেশে রঙিন ফগ লাইট ব্যবহার করার পেছনে যে যুক্তি কাজ করে তা অনেকটা এরকম: সাদা ফগ লাইট যদি কুয়াশার উপরে পড়ে তাহলে সামনে ফাঁকা ও উজ্জল পর্দা দেখতে পাবেন। এতে করে গাড়ি চালাতে সমস্যা হতে পারে। তাই মানুষ রঙ্গিন ফগলাইট ব্যবহার করে থাকেন। এর থেকে ভাল আপনি যদি হলুদ রঙয়ের লাইট ব্যবহার করতে পারেন। কারণ হলুদ লাইটগুলো ভাল তরঙ্গদৈর্ঘ্যে সম্পন্ন এবং মানুষের চোখের জন্য সংবেদনশীল হয় আর একইভাবে আলো প্রতিফলন করে। কাজেই অনেক কুয়াশাচ্ছন্ন অবস্থায় হেডলাইটের সাদা আলো ব্যবহার না করে হলুদ আলো ব্যবহার করলে কুয়াশা অনেকটাই অপসারণ করা যায় এবং কিছুটা পরিষ্কার দেখা যায়। কিন্তু আরেক গবেষণায় দেখা গিয়েছে যে, কিছু মানুষের ক্ষেত্রেই শুধু হলুদ লাইট কাজ করে বাকিদের ক্ষেত্রে খুব বেশী একটা কাজ করে না। তবু বলা যায়, এই ধরনের রঙিন ফগ টাইপ এক্সেসরিস পার্টস লাইট ব্যবহার না করাই ভাল।

দেখতে অদ্ভুত এই রঙিন ফগ লাইট।

৩। ড্যাশ বোর্ডে টিভি স্ক্রিন

আমেরিকার একটি গবেষণা বলে ,মানুষ দিনে গড়ে ৫ ঘণ্টা টিভি দেখে। তাহলে মাসে হিসাব করলে হয় প্রায় ১৫১ ঘণ্টা। হল তো চক্ষু ছানাবড়া ! কিন্তু এটাই সত্যি কথা। এমনকি কিছু মানুষ গাড়িতেও লাগিয়ে নেয় একটি ছোট টিভি স্ক্রিন । আর এখন তো অনলাইনে সার্চ দিলেই পাওয়া যায় কীভাবে গাড়িতে বসেই সেট করে নেওয়া যায় টিভির প্রোগ্রাম। এই একটি গাড়ির এক্সেসরিস পার্টস চালকের গাড়ি চালানোর মনোযোগ নষ্ট করার জন্য যথেষ্ট এই স্ক্রিনিং।

মনোযোগে বিঘ্ন ঘটায় ড্যাশ বোর্ডের টিভি স্ক্রিন।

৪। জিপিএস  সিস্টেম 

বর্তমানে আমরা স্মার্টফোনের যুগে বাস করি। কোন নতুন জায়গায় গেলে সবার আগে বের করি গুগোল ম্যাপ। আর আগের প্রিন্ট করা ম্যাপ দেখে গাড়ি চালানোর চেয়ে মোবাইলে জিপিএস সিস্টেম দেখে গাড়ি চালানো বেশী সহজ । কিন্তু তবু মোবাইলে জিপিএস দেখে গাড়ি চালানোর সময় বিভ্রান্ত হবার সম্ভাবনা খুব বেশী । অনেক সময় জিপিএসের ভুল ডাটার কারনে এমনটা হতে পারে। কিন্তু খুব বেশী ধররনের বিভ্রান্ত হলে সবসময়ই আপনি আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছতে অসুবিধায় পড়বেন। অনেক সময় আপনার দেখার ভুল থাকতে পারে যার কারনে হয়তো রাস্তার অনেক কিছুই আপনার চোখে পড়বেনা। তাই জিপিএস সিস্টেম হতে পারে আপনার গাড়ির জন্য একটি বিপদজনক । এক গবেষণায় দেখা গেছে যারা গন্তব্য চিনে নেয়ার যারা জিপিএস ম্যাপ ব্যবহার করেন তাদের ঝুকির সম্ভাবনা ২৭% অন্যদিকে যারা প্রিন্টেড ম্যাপ ব্যবহার করে তাদের ঝুকির সম্ভাবনা ১৭%।

জিপিএসের মাধ্যমে রাস্তায় চলা।

৫। ইউটিলিটি ট্রেলার

প্রথমেই আমরা জেনে নেই ট্রেলার কি ? ট্রেলার হচ্ছে কোন বড় গাড়ির পেছনে ভারী কোন কিছু বয়ে নেয়ার জন্য ব্যবহৃত কোন চাকাওয়ালা ছোট বাহন। আমেরিকার মত দেশে গড়ে প্রতিদিন একজন মানুষ এই ট্রেলারের সাথে সংঘর্ষে নিহত হন। এবার বুঝতেই পারছেন গাড়ির এক্সেসরিস পার্টস হিসেবে এটি কতটা ভয়াবহ! আর এই দুর্ঘটনাটি তখনই ঘটে, যখন গাড়িতে ঠিকমত ট্রেলারটি সংযুক্ত না করা হয় বা ট্রেলারের বাঁধনটি ভেঙ্গে যায়। আর এইজন্যই বলা হয় যখন আপনি আপনার গাড়ির সাথে কোন কিছু বহন করার জন্য ট্রেলার সংযুক্ত করেন তখন আপনি শুধু আপনার জীবনই না সাথে আর কিছু মানুষের জীবনও বিপদে ফেলে চলেন। অনেক ড্রাইভার ট্রেলার সংযুক্ত করার পর বেমালুম ভুলে যান যে তার গাড়ির পেছনে কোন কিছু বাঁধা রয়েছে আর দূরত্ব না বুঝেই গাড়ি এক লেন থেকে আরেক লেনে নিয়ে যাওয়ার সময় বাধিয়ে ফেলেন বিপত্তি।

ট্রেলারের সাহায্যে কোন কিছু টেনে নিয়ে যাওয়া হয়।

৬।কাপ হোল্ডার

কাপ হোল্ডার কখনো বিপদজনক হতে পারে? হ্যাঁ, হতে পারে যদি আপনি চরম মাত্রায় অ্যালকোহলিক হয়ে থাকেন। মনে রাখতে হবে যে, ‘ড্রিঙ্ক এন্ড ড্রাইভ’ কখনোই কোন চালকের জন্য ভালো কিছু না। শুধু যে নেশাজাতীয় তরল আপনার দুর্ঘটনার কারণ তা না। আপনি যখনই কোন কিছু পান করবেন আর গাড়ি চালাবেন আপনার মনোযোগে সমস্যা হবেই। সেটা যাইই হোক, এককাপ গরম কফিও। গাড়ি চালানোর সময় সবচাইতে বিপজ্জনক ১০টি খাদ্যের তালিকায় কফিও রয়েছে! কাপ হোল্ডার তৈরির আগের কথা চিন্তা করুন তখন তো আর গাড়ি চালাতে কোন অসুবিধা হতো না। কাপ হোল্ডার আবিষ্কারের পর থেকেই মানুষ চায় যে পাশে কোন তরল জাতীয় দ্রব্য থাকুক। সব দিক থেকে চিন্তা করলে দেখা যায় যে, কাপ হোল্ডার আসলেই তেমন গুরুত্বপূর্ণ কিছু না বরং বিপদজনক।

কাপ হোল্ডার গাড়িতে না থাকাই ভালো ।

৭। মিউজিক্যাল  হর্ন

বর্তমানে আমরা সারাক্ষণই চাই,  আমাদের স্মার্ট ফোনে নিত্য নতুন সব গানের কালেকশন থাকবে । সবথেকে লেটেস্ট গানটাই বাজতে হবে গাড়িতে তাও আবার ফুল ভলিওমে। এমনি কিছু ওয়েব সাইট আছে যেগুলোতে গানের মতই বিভিন্ন সুরের হর্নও ইন্সটল করে ব্যবহার করা যায়। কিছু হর্ন আবার এমপিথ্রি করেও ব্যবহার করা যায়। তবে আপাত দৃষ্টিতে ব্যাপারটা মজার হলেও এই ধরনের গাড়ির এক্সেসরিস  আপনার  গাড়ির মারাত্মক ক্ষতি করে থাকে । মনে রাখতে হবে,  এই সিস্টেমগুলো গাড়ির পিএ সিস্টেম থেকে আলাদা হয়। এসব মিউজিক্যাল হর্ন শুধু আপনার গাড়ির আসল হর্নটাকে অদল বদল করে দেয়। এখন মনে করেন যে, কোন চালক আপনার গাড়ির সামনে চলে এল। আপনি হর্ন দিলেন কিন্তু বাজল কোন গান, তাহলে তো সে ড্রাইভারও ব্যাপারটা বুঝতে পারবেনা যে আপনি আসলে চাচ্ছেন কি? আর ঘটে যাবে সমূহ বিপদ।  কাজেই এসব মিউজিক্যাল হর্ন ব্যবহার না করাই ভাল।

গাড়ির সাবধানতার জন্য অবশ্যই এসব বিপজ্জনক, অপ্রয়োজনীয় এক্সেসরিস পার্টস ব্যবহার পরিত্যাগ করা উচিৎ । কারণ আপনি  যখন রাস্তায় গাড়ি নিয়ে বের হন তখন আপনার নিজের জীবনের সাথে সাথে গাড়িতে বসা যাত্রী এবং পথচারী সহ অনেকগুলো মানুষের জীবনের দায়িত্ব আপনার হাতে থাকে।

    গাড়ির সুরক্ষায় প্রহরী সম্পর্কে জানতে

    Share your vote!


    এই লেখা নিয়ে আপনার অনুভূতি কী?
    • Fascinated
    • Happy
    • Sad
    • Angry
    • Bored
    • Afraid

    মন্তব্যসমূহ

    Scroll to Top